FCPS ( Paediatrics)- Bangladesh Shishu Hospital & Institute, Neurogen Health Care
১৫ মাসের ছেলে শিশু রাহাত ( ছদ্মনাম)। বয়স অনুযায়ী বৃদ্ধি ও বিকাশ ঠিকঠাক। রাহাত এর ‘খিঁচুনির’ জন্য তার অভিভাবকেরা প্রচন্ড চিন্তিত। বিগত ২ মাস যাবত তার ‘খিঁচুনি’ হচ্ছে। স্থানীয় চিকিৎসক এর কাছে নিয়ে গেলে তাকে খিচুনির জন্য ঔষধ দেওয়া হয়। কিন্তু তার ‘খিঁচুনি’ কমে না । পর্যায়ক্রমে চিকিৎসক ঔষধ বাড়াতে থাকেন কিন্তু রাহাত দিন দিন নেতিয়ে পড়ে, ঝিমায়,শরীর কাঁপে। তার হাঁটার ব্যলেন্সে সমস্যা হতে থাকে । এই অবস্থায় মা ও দাদী তাকে দেখাতে নিয়ে আসেন।
সমস্ত ইতিহাস পর্যালোচনা করে আর বাচ্চার শারীরিক পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেল এই সমস্যাটি আদৌ খিঁচুনি নয়। একে বলা হয় ব্রেথ হোল্ডিং স্পেল। ( Breath Holding Spell ). এতে খিঁচুনির ঔষধ এর কোন ভুমিকা নেই কিন্তু অতি উচ্চ মাত্রায় এই ঔষধ পাওয়ার কারণে বাচ্চার পরবর্তী সমস্যাগুলো দেখা দেয়।
ব্রেথ হোল্ডিং স্পেল কি ?
খিঁচুনির সাথে পার্থক্য কি ?
কেন হয় ?
o পারিবারিক ইতিহাস
o আয়রনের ঘাটতি জনিত রক্তশুন্যতা
o জেনেটিক কারণ
কতবার হতে পারে , কতদিন থাকতে পারে ?
অভিভাবক হিসাবে করণীয় ?
পুনশ্চঃ রাহাত সাহেবের বয়স এখন দেড় বছর। তিনি এখন সম্পূর্ন সুস্থ। তার আয়রন আর জিংক সাপ্লিমেন্ট ব্যতিত কোন ঔষধের প্রয়োজন পড়েনি। তার অভিভাবকেরা নিশ্চিন্ত। আর তার মিষ্টি হাসিটি স্রষ্টার কাছ থেকে চিকিৎসকের জন্য উপহার।
BECOME A DONOR
Find us on social media